কাপ্তাইয়ে বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন

171

॥ স্টাফ রিপোর্টার ॥

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে কাপ্তাই উপজেলার ৬টি দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ,৩ জন অসহায় ও দুঃস্থ মহিলাকে জনপ্রতি ২ হাজার টাকা করে মোবাইল ব্যাংকিং উপাই (টঢ়ধু) এর মাধ্যমে মোট ৬ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।

কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন,ওসি (তদন্ত) আকতার হোসেন, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা। সমগ্র আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন,মহিলা বিষয়ক কর্মকর্তা দপ্তরের অফিস সুপার ছালেহ আহমদ। এ ছাড়াও দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো “মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা”।