কাপ্তাইয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

431

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাঁটির লেক প্যারাডাইস পিকনিক স্পট এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় এমইএস কন্ট্রাক্টরের সিভিল লাইনম্যান মোহাম্মদ আসিফ লিটন (৩০) বিদুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ বরণ করেছে। তার বাড়ী লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায়।

ঘটনার দিন সন্ধ্যায় তিনি বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুস্পষ্ট হলে সেখান থেকে মারাত্বক আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে নেভি এ্যাম্বুলেন্সে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, উনাকে সন্ধায় হাসপাতালে আনা হলেও এর আগেই তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দিন জানান, হাসপাতালে পুলিশ গেছে, পরবর্তীতে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।