কাপ্তাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ও স্যানিটেশন মাস

527

uno-program-news-picture
॥ কাপ্তাই প্রতিনিধি ॥ কাপ্তাই উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিপদপ্তরের আয়োজনে খ্রীস্টিয়ান মিশন হাসপাতাল, গ্রীনহিল ও সাংগ্রাইয়ের সহায়তায় ‘সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন’ পতিপাদ্যকে সামনে রেখে রোববার কাপ্তাইয়ে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীশেষে উপজেলা মিলনায়তন অনুষ্ঠিত হয় বিশ্ব হাত ধোয় দিবস ২০১৬ ও জাতীয় স্যানিটেশন মাস অক্টবর শীর্ষক আলোচনা সভা ।

বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা মিলনায়তন প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন কমপ্লেক্স, কাপ্তাই-চট্টগ্রাম সড়ক ঘুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামান্ত, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদাত হোসেন, বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ, বড়ইছড়ি নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া প্রমূখ।