কাপ্তাইয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম বিষয়ক বিশেষ কমিটির সভা

251

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম বিষয়ক বিশেষ কমিটির সভা রবিবার(৩ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী” তে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার এর কার্যালয় এই সভার আয়োজন করেন।

কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার এর সঞ্চালনায় এইসময় ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান সহ সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান, কার্বারী সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয় যে, অনলাইন জন্মনিবন্ধন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ, পিতা মাতার জাতীয় পরিচয় সহ ভোটার নিবন্ধন ফরম- ২ যথাযথ ভাবে যাচাই সাপেক্ষে নতুন ভোটার নিবন্ধন করার সিদ্ধান্ত গৃহীত হয়।