কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪ মামলা

368

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৪ টি মামলায় ৪ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারী) কাপ্তাই উপজেলার রেশম বাগান চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান এই অভিযান পরিচালনা করে। এসময় বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারায় ১১ টি মামলায় সর্বমোট ৪ হাজার ১শত টাকা ও দন্ডবিধি আইনে ৩টি মামলায় ৬শত টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম, কাপ্তাই থানার এসআই সরোয়ার হোসেন এবং ইখতিয়ার হোসেন সহ পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।