॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলার রেশমবাগান বাগান চেকপোস্ট ও বারঘোনিয়া এলাকায় বুধবার বিকালে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এই অভিযান পরিচালনা করেন।
এসময় সড়ক পরিবহন আইনের ২০০৮ এর বিভিন্ন ধারায় ৮টি মামলা দায়ের করা হয় এবং ৪ হাজার ২’শ টাকা জরিমানা আদায় করা হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম এবং কাপ্তাই থানা পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।