কাপ্তাইয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ড্রাগ বিক্রয়ের বিরুদ্ধে অভিযান

505

p-5
॥ কাপ্তাই প্রতিনিধি ॥ কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকার বেশ কয়েকটি ফার্মেসীতে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ এবং নিষিদ্ধ ড্রাগ এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতসহ ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার সকালে পরিচালিত এই অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও লাইসেন্স বিহীন ড্রাগ বিক্রয়ের দায়ে বিভিন্ন দোকান মিলিয়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভাম্যমাণ আদালত পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল আলম। এসময় উপস্থিত ছিলেন, সেনেটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াস, উপজেলা বাজার কর্মকর্তা মোঃ মোস্তাক আহম্মেদ প্রমূখ।

সুত্রে জানা যায়, নতুন বাজারে বেশ কয়েকটি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে জরিমানা আদায় করা হয়েছে হিলভিউ ল্যাভ এন্ড মেডিকেল ৫ হাজার, রমা ফার্মেসী থেকে ৩ হাজার ও শ্যামা মেডিকেল, মুন এন্ড মামুন মেডিকেল, বলাকা হোমিও, মুনমুন ফার্মেসী থেকে ১ হাজার করে সর্বমোট ১২ হাজার টাকা।