কাপ্তাইয়ে যাত্রীবাহি চাঁদের গাড়ি গভীর খাদে পড়ে হতাহত ৬

402

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাইয়ে চাঁদের গাড়ি দূর্ঘটনার শিকার হয়ে পাহাড়ের নীচে খাদে পড়ে একজন ১২ বছর বয়সী এক ছেলে নিহত ও অন্তত ৫জন আহত হয়েছে। নিহতের নাম প্রিয়ধন তনচংঙ্গ্যা। আহতরা হলেন-উপায়নন্দ ভিক্ষু(৫৫), কৈয়া মালা তনচংঙ্গ্যা(৮০), মূল্যকুমার তনচংঙ্গ্যা (৪৫),পরানজয় তনচংঙ্গ্যা(৩৭) ও সুফল কালাচাঁন তনচংঙ্গ্যা (১১)।

শনিবার বিকেলে কাপ্তাই ৪নং ইউনিয়ন এলাকাধীন ২নং ওয়ার্ডের মোহনলাল কার্বারী পাড়ায় ভাঙ্গামোড়া নামক দূর্গম পাহাড়ি সড়কে নাম্বার বিহীন যাত্রীবাহি চাঁদের গাড়ি পাহাড়ের নিচে পড়ে এই দূর্ঘটনার শিকার হয়।
ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী হতাহতদের উদ্ধার করে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে আহতদের উন্নত চিকিৎসার জন্য রাতে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।