| কাপ্তাই প্রতিনিধি ||
কাপ্তাইয়ে করোনা সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যকর ও এলাকাবাসীকে সচেতন করতে অভিযান পরিচালনা করেছেন কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মইনুল হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার বিকালে তিনি কাপ্তাইয়ের নতুন বাজার সহ আশেপাশের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন। এসময় স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১জনকে জমিমানা করা হয়।
এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারঘোষিত লকডাউন কার্যকরে জনগণকে সচেতন করতে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মানাতে তিনি মাইকিং এর মাধ্যমে প্রচারণা করেন। উক্ত অভিযানে কাপ্তাই সেনা জোনের সদস্য সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।