কাপ্তাইয়ে সেনাবাহিনীর কম্বল বিতরণ

698


কাপ্তাই সংবাদদাতা

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্যা ছড়ায় গরীবদের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে ওয়াগ্যাছড়া সেনাবাহীনি।
বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে জোন মাঠে এসব কম্বল বিতরণ করেন জোন কমান্ডার লে.কর্ণেল আশফাকুর রাহাত সিদ্দিকি।
স্থানীয় গরীব ও অসহায় ১৫২ জন নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ শেষে উপজেলার কুন্ডা ছড়া এলাকায় স্থানীয় হ্যাডম্যানকে খ্রীষ্টিয় বড় দিন পালনের জন্য ৫ হাজার টাকা, ছেলের পড়ালেখার খরচ চালানোর জন্য এক বৃদ্ধ পিতাকে ২ হাজার টাকা, কোমলমতি সন্তানের চিকিৎসা খরচ চালানোর জন্য এক অসহায় পরিবারকে ৩ হাজার, চোখের চিকিৎসা করানোর জন্য এক বৃদ্ধা এক হাজার টাকা ও ঘর মেরারমতের জন্য এক জনকে এক হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়।

এসময় স্থানীয় সাংবাদিক মো. নূর হোসেন মামুন, কবির হোসেন, কাজী মোশাররফ হোসেন সহ বিভিন্ন পদস্থ বিজিবি উপস্থিত ছিলেন।