কাপ্তাইয়ে ২০ জন প্রতিবন্ধী পেলো সরকারি সহায়তা

363

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলায় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সমাজসেবা বিভাগ ও প্রশাসনের উদ্যোগে ২০ জন প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া ৩ জন ক্যান্সার, কিডনি রোগীদের মধ্যে জনপ্রতি ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

রবিবার কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হোসেন, সহকারী তথ্য অফিসার মোঃ হারুন প্রমূখ।

বিতরণ অনুষ্ঠানে বক্তারা প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করার আহবান জানান এবং তাদের সমাজের বোঝা চিন্তা না করে সহযোগিতা করতে উৎসাহ দেন।