নারীদের এ সরকার সবচেয়ে বেশি স্বাধীন ভাবে বাঁচতে শিখিয়েছেন। সমাজে নারী-পুরুষের বৈষম্য দূর করতে সরকার দিনরাত কাজ করে যাচ্ছেন। ঘরের মধ্যে নজরবন্দি না থেকে সব নারীকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছেন।
আপনাদের সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজের ভাগ্যের পরিবর্তন করতে হবে। কারণ জাতির অর্থনৈতিক পরিবর্তন আনতে নারীর ভুমিকা অপরিসীম। কথাগুলো বলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
কাপ্তাই উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে এডিবির অর্থায়নে দুঃস্থ ও গরীব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরনকালে এ কথা বলেন তিনি।
বুধবার সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার পাঁচ ইউনিয়নের ২০জন গরীব ও দু:স্হ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা সহ আরও অনেকে।
ইউএনও আরও বলেন, গ্রামীন পর্যায়ে গরীব মহিলাদেরকে স্বাবলম্বী করার সরকারের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে এই সেলাই মেশিন বিতরন করা হচ্ছে।