কাপ্তাইয়ে ৩১ মামলার পলাতক আসামী আটক

357

|| কাপ্তাই প্রতিনিধি ||

চন্দ্রঘোনা থানার ইতিহাসে সর্বাধিক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী জীবন্ত তনচংগ্যা (৩৫), পিতা-জয় কুমার তনচংগ্যাকে (সাং-আড়াছড়ি মুখ পাড়া, থানা- চন্দ্রঘোনা, রাঙামাটি) যৌথ বাহিনী কর্তৃক গত সোমবার রাতে আটক করা হয়।

সে চন্দ্রঘোনা থানার ১৫ মামলার সাজাপ্রাপ্ত এবং ১৬ টিসিআর মামলার ওয়ারেন্টসহ সর্বমোট ৩১টি মামলার ওয়ারেন্ট ভুক্ত মামলার পলাতক আসামী। চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাত প্রায় ৯ টায় দূর্গম আড়াছড়ি মুখ পাড়ায় যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে জীবন্ত তনচংগ্যাকে আটক করতে সক্ষম হয়।

চন্দ্রঘোনা থানায় তার বিরুদ্ধে মোট ৩১টি মামলা রয়েছে। চন্দ্রঘোনা থানার ইতিহাসে সর্বাধিক মামলার আসামী জীবন্ত দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। বেশ কিছুদিন থেকে তাকে ধরার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে এবং গত সোমবার তাকে আটক করা হয়েছে। মঙ্গলবার আটক জীবন্ত তনচংগ্যাকে রাঙামাটি জেল হাজতে পাঠানো হয় বলে থানার ওসি জানান।