কাপ্তাই উপজেলায় সর্বত্র নৌকার প্রচারণা তুঙ্গে

161

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাইয়ে নৌকার প্রার্থীর প্রচার-প্রচারণা শুরু হয়েছে। প্রতীক পাওয়ার পর হতে আ’লীগের নেতা/কর্মীরা কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি গঠন করেছে। এবং নেতা কর্মীরা ২৯৯ রাঙামাটি সংসদীয় আসন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী দীপংকর তালুকদার এমপির পক্ষে প্রচার-প্রচারণা শুরু করেছে। সংগঠনের নেতাকর্মীরা উপজেলা হতে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে দিনরাত প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এসময় তাঁরা নৌকা মার্কার পক্ষে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্বাচনী অফিস খোলা হয়েছে। এদিকে রাঙামাটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দিতাকারী অন্য প্রার্থী গুলোর কোন প্রচার প্রচারনা এবং পোস্টার চোখে দেখা যায়নি। কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরীর নেতৃত্বে উঠান বৈঠক ও জনসংযোগ করে চলছে।শুক্রবার উপজেলা নির্বাচন পরিচালোনা কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে রাইখালী ইউনিয়নে প্রচার-প্রচারণা করে। এসময় রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুইচাপ্রু মারমা ও সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার সহ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী পেশাজীবি লীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা সদরে জনসংযোগ করা হয়। সংগঠনের আহবায়ক প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরীর সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী বলেন, নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেখানে নির্বাচনী প্রচার করতে যাচ্ছি সেখানে দলের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আগামী ৭ জানুয়ারি আমরা কাপ্তাই হতে জননেতা দীপংকর তালুকদারকে বিপুল ভোটে জয়ী করবো।