কাপ্তাই উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি হলেন ডাঃ প্রবীর

135

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন ডাঃ প্রবীর খিয়াং। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ কাপ্তাই বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশনারী হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং।

কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটি বিভিন্ন ক্যাটাগরিতে প্রতি বছর এ শ্রেষ্ঠত্ব নির্বাচন করে। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসির সভাপতি নির্বাচিত হওয়ায় ডা: প্রবীর খিয়াংকে উপজেলা বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিকসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শুভেচ্ছা জানান।

উল্লেখ্য ডা: প্রবীর খিয়াং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক দায়িত্ব পালনের পাশাপাশি কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি, উপজেলা রাইফেল ক্লাব ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ- সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি নিজেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রেখেছেন।