॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা ডিজিটাল সেন্টার পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। বুধবার তিনি কাপ্তাই উপজেলা পরিষদ ভবনের ডিজিটাল সেন্টার ও কম্পিউটার ট্রেইনিং সেন্টার পরিদর্শনে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান কাপ্তাই উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ মহিউদ্দীন নোমান।
এসময় কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাইনুল হোসেন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ২নং রাইখালী ইউপি চেয়ারম্যান এনামুল হক, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফসহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কাপ্তাই উপজেলা ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার পর থেকেই উপজেলার তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় তথ্যসেবা পৌঁছে দিচ্ছে। এছাড়া জনসাধারণের নিকট সরকারি ও বেসরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।