কাপ্তাই বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয়ে শিশুবরণ উৎসব

110

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

রাঙ্গামাটি কাপ্তাই বিএফআইডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিশুবরণ২৪অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫মার্চ২৪) সকাল ১১টায় বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের নিয়ে নানা আয়োজনে কেককেটে শিশুবরণ উৎসব পালন করা হয়।

শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইউসুফ মিয়া।প্রধান অতিথি ছিলেন বিদ্যায়ল পরিচালোনা কমিটির সভাপতি ও বিএফআইডিসি, এলপিসি ইউনিট প্রধান তীর্থ জিৎ রায়। ও সাবেক মহিলা ইউপি সদস্য পারুল আক্তার।প্রধান অতিথি শিশু শিক্ষার্থীদের নিয়ে কেককেটে উৎসব পালন করে।এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।