কাপ্তাই বিএসপিআই ইনস্টিটিউট লেভেল স্কীল কম্পিটিশন অনুষ্ঠিত

119

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাই বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই)ইনস্টিটিউট লেভেল স্কীল কম্পিটিশন’২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫জুন) সকাল ১০টায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের এএসএসইটি প্রজেক্টের অর্থায়নে জনসচেতনতা মূলক ইনস্টিটিউট লেভেল স্কীল কম্পিটিশন-২০২৩ এ আয়োজন করা হয়। কারিগরি শিক্ষাস্কীল ও বৃত্তিমূলক স্কীল কম্পিটিশন সেমিনারে সভাপতিত্ব করে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা বোর্ড অতিরিক্ত প্রকল্প পরিচালক মো.আব্দুর রহিম(উপসচিব)।

এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথি শিক্ষার্থীদের ২৫টি স্কিল প্রজেক্ট কম্পিটিশন ঘুরে দেখেন।পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন কনস্ট্রাকশন বিভাগীয় প্রধান প্রকৌশলী মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই লাম্বার প্রসেসিং ইউনিট (এলপিসি শাখ) সহ- ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, কর্ণফুলী পেপার মিলস( কেপিএম)নির্বাহী প্রকৌশলী ইমাম ফখর উদ্দিন রাজী, ওয়ার্ল্ড এডুকেশনবিডি প্রধান নির্বাহী কর্মকর্তা গৌতম সেন। সেমিনার শেষে বিজয়ী শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।