রাঙামাটির কাপ্তাই উপজেলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে আট লক্ষ টাকার একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কার্গো কাঁচামাল পারাপারের টলি পার্শ্ববতী ঈদগাহ মাঠে অবস্থিত ১১হাজার কেভি. ক্ষমতা সম্পন্ন ১৫০কেভির একটি ট্রান্সফর্মারটি চুরি হয়।
এদিকে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ট্রান্সফরমারটি দু’বছর ধরে পরিত্যাক্ত অবস্থায় পড়ে ছিলো তবে ট্রান্সফরমারটির চারপাশে মোটা তারের খাচা বানিয়ে বেড়া দেওয়া থাকলেও পিঞ্জরটিতে কোনো তালা নিরাপত্তা আলোর জন্য বাল্ব ছিলো না।
সূত্র জানায়, ট্রান্সফরমারটির চারপাশের সড়ক জুড়ে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য ও বিউবি নিরাপত্তা বাহিনীর সদস্যদের যাতায়াত ছিল। তারপরও কিভাবে এই সরকারি সম্পদ চুরি হলো সেটা একটি রহস্য।
এ ঘটনার ব্যাপারে বিউবি’র নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমান জানান, কাপ্তাই এলাকায় সম্প্রতি চুরি বেড়েছে। তিনি জানান, এ ব্যাপারে কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।