|| কাপ্তাই প্রতিনিধি ||
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অর্থায়নে ১০ লাখ টাকা ব্যয়ে কাপ্তাই লগগেইট জয়কালী কালী মন্দিরের নতুন ধর্মশালা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ টায় মন্দির প্রাঙ্গণে রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ধর্মশালা নির্মাণ কাজের উদ্বোধন করেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক ও জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী, কাপ্তাই ইউনিয়ন পরিষদের সদস্য জয়কালী মন্দিরের প্রধান উপদেষ্টা সমলেন্দু বিকাশ দাশ, কাপ্তাই নতুনবাজার বনিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক একরামুল হক, কাপ্তাই ইউনিয়ন পরিষদের সদস্য সজিবুর রহমান, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মোস্তাক আহমেদ, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন, কাপ্তাই লগগেইট জয়কালী মন্দিরের সভাপতি সমীর প্রসাদ ধর, মন্দিরের পুজারী কাপ্তাই উপজেলা পাঞ্চজন্য গীতাপাঠক ও যন্ত্র সংগীত সমন্বয় পরিষদ কাপ্তাইয়ের সভাপতি পিন্টু চক্রবর্তী সহ পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং মন্দিরের পুজারীরা উপস্থিত ছিলেন।