কাপ্তাই শিল্পকলা একাডেমির মাসিক সাংস্কৃতিক আড্ডা

337

॥ নূর হোসেন মামুন ॥
দিনটি ছিল ৩ অক্টোবর শনিবার, আকাশে ছিলো মেঘের ঘনঘঁটা, ছিলো না বৃষ্টি, ছিলো শুধু আনন্দ উল্লাস। কাপ্তাই উপজেলা পরিষদের সু-সজ্জিত মিলনায়তনে উপস্থিত শ’খানেক সংস্কৃতিনুরাগী দর্শক। অবশেষে বিকেল সাড়ে ৪টায় উপজেলা শিল্পকলা

একাডেমির সম্পাদক ঝুলন দত্ত আগত অতিথিদের স্বাগত জানিয়ে মঞ্চে আমন্ত্রন জানান, অনুষ্ঠানের সঞ্চালক রওশন শরীফ তানি এবং খোদেজা আক্তার ভাষাকে। উপস্থাপকদ্বয় আমন্ত্রিত সকলকে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ হতে শারদ শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করার ঘোষণা দেন।

অনুষ্ঠানের শুরুতে শিল্পকলা একাডেমির সদস্য গীটার বাদক নাছির উদ্দিন মিনহাজ গীটারে দেশের গান বাজিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর একাডেমির শিল্পিরা সমবেত কন্ঠে পরিবেশন করেন ‘রাঙ্গামাটি রঙ্গে রঙ জুড়ালো’ ‘উত্তম পেগে মেঘে মেঘে’ সহ বেশ কিছু দেশের গান। অনুষ্ঠানে একাডেমির শিল্পি মো. রফিকের পরিবেশনায় প্রখ্যাত সংগীতশিল্পী নেওয়াজ মোহাম্মদ চৌধুরীর বিখ্যাত গান’ জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি’ এবং বেতার শিল্পি বিপুল বড়ুয়ার কন্ঠে ‘এই মুখরিত জীবনের চলার পথে’ গানগুলো আগত দর্শক উপভোগ করে তুমুল করতালিতে। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক সংগীতা দত্তের পরিবেশনা এবং পরিচালনায় একক এবং সমবেত নৃত্য অনুষ্ঠানকে প্রানবন্ত করে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আর্কষন ছিলো কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সভাপতি মুনতাসির জাহানের কন্ঠে চট্টগ্রামের আঞ্চলিক গান, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর কন্ঠে ব্যান্ডের গান এবং নাট্যজন জন অশোক বাড়ৈর পরিবেশনায় মুক্তিযুদ্ধের গল্প। সবশেষে একটি সমবেত গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে যন্ত্রসংগীতে সহযোগিতা করেন কিবোর্ডে- ঝুলন দত্ত, অক্টোপ্যাডে- অভিজিৎ দাশ কিষান, তবলায় অর্নব মল্লিক, লীড গিটারে মিনহাজ, ‌বেজ গীটারে শোয়েব, বাংলা ঢোলে টুন্টু দাস, পারকিশনে অনিন্দ্য পাল ও সমন্বয় মল্লিক এবং অনুষ্ঠান সহযোগিতায় আনিছুর রহমান ও মো. ইকবাল।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মুনতাসির জাহানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, রতœগর্ভা মাতা রাজিয়া মাসুদ, বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরী, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদ আলম কাদেরী, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খীয়াং, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি, কাপ্তাই তথ্য কর্মকর্তা মো. হারুন, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম. নূর উদ্দিন সুমন, সম্পাদক আলিব রেজা লিমনসহ উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যগণ।