কাপ্তাই শিল্প এলাকায় বন্যহাতির তান্ডব

384

|| কাপ্তাই প্রতিনিধি ||

রাঙামাটির কাপ্তাইয়ের শিল্পএলাকায় বন্যহাতির তান্ডবে একটি বসতঘর, দোকান ও একটি মিনি ট্রাক ক্ষতিগ্রস্থ হয়েছে। রবিবার দিবাগত রাত ৪টায় বন্যহাতিরা এই তান্ডব চালায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্থ হওয়া বাড়ির মালিক তালপট্টি এলাকার বাসিন্দা এলপিসির অস্থায়ী শ্রমিক সেলিম জানান, গত শনিবার দিবাগত রাত আনুমানিক ৪টায় সে তার বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলো।

হঠাৎ তার বসবাসরত ঘরটিতে বন্যহাতি তাণ্ডব চালালে সে প্রাণের ভয়ে ঘর হতে দৌড়ে পালিয়ে বের হয়ে যায়। এছাড়া একইদিন সড়কে রাখা একটি মিনি ট্রাকের গ্লাস ও দরজা ভেঙ্গে দেয় বন্যহাতির দল এবং বটতল এলাকার তোফাজ্জল নামে আরো একজনের দোকান ভেঙ্গে ক্ষতিগ্রস্থ করে । বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত লোকজন প্রশাসনের নিকট ক্ষতিপূরণ দাবি করেন।

এদিকে কাপ্তাই শিল্প এলাকার বসবাসরত লুবনা, লিমন ও মুনসুর বলেন আমরা প্রতিদিন ঘরের শিশুদের নিয়ে আতংকে থাকি। প্রায় সময় ওই এলাকায় বন্য হাতি এসে তান্ডব চালায় এবং যানমালের ক্ষতি করে। আমরা এ বন্যহাতি হতে একটু পরিত্রান চাই বলে প্রশাসনের নিকট তথা বন বিভাগের প্রতি আবেদন জানান।