॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই সুইডিশ পলিটেকনিক ইনস্টিটিউটে পবিত্র ঈদ-ই -মিলাদুন্নবী (সাঃ) মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪অক্টোবর) সকাল ১১টা হতে ১টা পযন্ত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ডাইনিং হলে নবীর জীবনী, ইসলামের শান্তি, প্রগতি, নবীর মর্যাদা ও আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করে মোহাম্মদ ওমর ফারুক মেকানিকেল বিভাগীয় প্রধান।
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন কাপ্তাই সুইডিশ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোহাম্মদ আবদুর রহমান। এসময় অটোমোবাইল টেকনোলজি বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার রহমত উল্লাহসহ সকল বিভাগীয় প্রধান,ইনষ্ট্রাক্টর,অফিস কর্মকর্তা/কর্মচারী ও সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে সকলের জন্য দোয়া ও মুনাজাত করে মুফতি মোহাম্মদ আবদুর রহমান।