কাপ্তাই হ্রদের জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

129

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি সদর উপজেলাধীন পৌরসভার ৭নং ওয়ার্ডের কাপ্তাই হ্রদে মাছ ধরা থেকে বিরত থাকা স্থানীয় দুঃস্থ ও প্রকৃত ৮৪জন জেলেদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ২০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে গর্জনতলীর বলাকা ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে চাল তুলে দেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন।

বলাকা ক্লাবের সভাপতি ঝিনুক ত্রিপুরার সভাপতিত্বে সদর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নতুন কুমার ত্রিপুরা, ক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন মারমাসহ উপকারভোগী জেলেরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর জামাল উদ্দিন বলেন- গতবছর আমার ৭নং ওয়ার্ডের ৪৯জন জেলে মাছ ধরা বন্ধ থাকাকালীন সময়ে প্রতিমাসে ২০ কেজি করে ৩মাসে ৬০ কেজি চাল পেতো। এবার আমাদের জেলের সংখ্যা বাড়িয়ে ৮৪জন করতে পেরেছি। যারা এখনো বাদ আছেন তাদের নামও আগামীতে এই সুবিধায় অন্তর্ভূক্ত করা হবে। তিনি মাছ ধরা বন্ধ থাকাকালীন সময়ে বেকার হয়ে পড়া জেলেদের জন্য এই মহৎ উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৯৯নং আসনের সংসদ সদস্য দিপংকর তালুকদার এমপিকে ধন্যবাদ জানান। এর পাশাপাশি তিনি জেলেদেরকে অবৈধভাবে মাছ শিকার না করার আহ্বান জানান।