॥ স্টাফ রিপোর্টার ॥
কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের অদুরে বালুচর নামক জায়গায় এ ঘটনা ঘটে। যুবকের নাম তন্ময় বড়–য়া (২২)। মৃত তন্ময় শহরের ১নং পাথরঘাটা এলাকার নেপাল বড়–য়ার ছেলে। সে রাঙামাটি সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের অদুরে কাপ্তাই হ্রদে জেগে উঠা বালুচরে শুক্রবার বিকেলের দিকে ইঞ্জিনচালিত বোটযোগে তন্ময় বড়–য়া তার বন্ধুবান্ধবদের সাথে ফুটবল খেলতে যায়।
খেলা শেষে হ্রদে গোসল করতে নেমে পানির নিচে তলিয়ে নিখোঁজ হয়ে যায় তন্ময়। এ সময় তার বন্ধুরা তাকে অনেকক্ষন খোজাখুজির পরও না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘন্টা পানিতে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি কতোয়ালী থানার ওসি আরিফুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তন্ময় বড়–য়া হ্রদে গোসল করতে গিয়ে সাতাঁর না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে। লাশটি বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ময়না তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।