কামাল বারি’র দুটি কবিতা

732
সংগ্রহীত/সংযুক্ত

 

এ কলম শতমুখ

আমি জীবন্ত বীরগাথা রচনা করতে চাইৃ
চতুর নপুংসক মুখগুলো এসে পণ্ড করে দেয়
আমার এ অনন্য ঘোর;

প্রকৃত বীরের হৃৎপিণ্ডে বহমান রক্তরসের ঊর্মিমালা
স্রোতের উন্মাদনা আমি লিখতে চাইৃ
পাপবিদ্ধ পাষণ্ডেরা এগিয়ে আসে কর্কশ রোলে !

মহামতি মুজিবের বীরত্ব-শাণিত আমার কলম
কীটদষ্ট কোনও ফুল কিংবা নির্বীর্যের প্রশংসায়
হবে না মুখর;

সময়ের সবুজ সন্তানের প্রতীক্ষায় জাগরুক
আমার এ কলম শতমুখ ।

 

মুজিব একটি জাতির পতাকা

মুজিব একটি জাতির পতাকা
ব-দ্বীপ সমৃদ্ধ মানচিত্রের ব্যাকুলতা
মুজিব মানে জয় বাংলা পুষ্ট স্লোগান
রক্ত-ঋণে অর্জিত স্বাধীনতা

মুক্তিযুদ্ধ- স্বাধীন বাংলা-
বীর বাঙালির আত্মার সুর
বাংলাদেশের প্রাণে-প্রান্তরে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর

বাংলাদেশের শাশ্বত সবুজ
চুমু খায় যেই মুখ

বাঙালি-পুত্র গর্বিত মুজিব
চির স্পন্দিত বুক ।

 

কামালবারি :
জন্ম : ১৮ জানুয়ারি,  ১৯৬৫;  প্যারিদাশ রোড,  ঢাকা । পৈতৃক নিবাস : ডাঙ্গার পাড়, ভাঙ্গা,  ফরিদপুর । বাবা : বারি । মা : জহুরা ।
নব্বইয়ের দশকে কবিতা লেখাশুরু । লেখা হচ্ছে । তবে প্রকাশ নেই বললেই চলে । কবিতা ছাড়াও লিখছেন- গল্প,  গান,  প্রবন্ধ,  নাটক ইত্যাদি । বিভিন্ন পত্র-পত্রিকায় ক্রিয়েটিভ ফিচার ও রিপোর্ট লিখে থাকেন মাঝে মাঝে । আজও একক কোনও গ্রন্থ প্রকাশিত হয় নি । সময় সময় সাহিত্য পত্রিকা সম্পাদনা ও প্রকাশে ব্যস্ত থাকেন । পেশা : সাংবাদিকতা ।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান। ১৭ আগস্ট ২০১৭, দৈনিক রাঙামাটি: