কামাল বারি’র বর্ষার কবিতা

496

kobi kamalbari

 

 কেন তবে মেঘ বৃষ্টি জল চাও…

প্রত্যাশিত বৃষ্টির চেয়েও সুন্দর মুখ…
হৃদিক হাসি… কী দ্যাখো ঘাসের
চুম্বন দ’লে? জলরঙ মেঘে কী দ্যাখো?
ঘন কালো মেঘ নেমেছে তোমার
দিঘল চুলে… কেন তবে মেঘ বৃষ্টি
জল চাও লাল অধরের অমৃত সরোবরে?

ত্রি-মরালের যুথবন্ধন আমার সৌরলোকে;
তুমি ফুটেছো সৌরতা রাত… নরম দুপুরে
রোদ… তবু জানি জানি, মঙ্গল দীপাবলি-
জ্ব’লে আছে রাঙা গালে- সমুদ্র দু’চোখে…
অনন্য আলো জ্ব’লে আছে অনাবিল প্রশ্রয়ে।

প্রথম বৃষ্টি দেখেছি এবার কদমের সৌরভে

প্রথম বৃষ্টি দেখেছি এবার কদমের সৌরভে;
তারপর জানালায় গেছি- দাঁড়িয়েছি দরোজায়;
ভোরবেলা ধীর পায়ে চলে গেছি বহুদূর বনে;
ভেজা ভেজা চোখে খুব জ্ব’লে আছে কদমের নেশা!
বৃষ্টিবিন্দু শান্ত চোখে ঘাসের মতো আছি তাকিয়ে-
অই রূপ খুঁজে পাবো- আহা বর্ষা যাপন সম্ভোগে…!

ঝুম বৃষ্টি চুম খেয়ে ঠোঁটে শেখায় ফোটার সুখ…;
আহা প্রকৃতির সাথে সৃজন মাতাল আমিও যে…!
রূপসী বৃষ্টিকে চিনি আমি- জানি রহস্যের ভাষা;
কদম আমার স্নান-স্নিগ্ধ সফেদ শাদা প্রণয়ী;

পারবো না আমি, পারি না এড়াতে মধু-সঙ্গসুধা;
বৃষ্টিমুখর শ্রাবণ যায়- কদমের প্রত্যাশায়।

কামাল বারি :
১৯৬৫ সালের ১৮ জানুয়ারি পুরান ঢাকার প্যারিদাস রোডে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ডাঙ্গারপাড় গ্রামে। নব্বইয়ের দশকে কবিতা দিয়েই লেখালেখির হাতেখড়ি। এখনও লিখছেন গল্প, ছড়া, গান, প্রবন্ধ, নাটক। কামাল বারি দীর্ঘদিন ধরে সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়ে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি প্রেসপেন২৪.কম নামে একটি অনলাইন নিউজপোর্টালে প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন