॥ ইকবাল হোসেন ॥
প্রতি বছরের ন্যায় এবারও রাঙামাটি সদর উপজেলার আওতাধীন কিল্লাপাহাড় শ্রী শ্রী মা রক্ষাকালী মাতৃ মন্দিরে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা।
সোমবার (২৬ অক্টোবর) সকালে তিনি তার সহধর্মীনীকে নিয়ে উক্ত পূজা মন্ডপ পরিদর্শন করেন। তিনি আয়োজক কমিটির ও এলাকাবাসীর খোঁজখবর নেন। এসময় দুর্গাপূজা মন্ডপ কমিটির সদস্যগণ, রাঙামাটি কতোয়ালী থানার এসআই সাগর বড়–য়া ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এবিষয়ে জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা বলেন, আমি প্রতিবছর অন্যান্য পূজা মন্ডপের মতো এই পূজা মন্ডপও পরিদর্শন করে থাকি। তাই এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তিনি আরো বলেন এবছর স্বেচ্ছাসেবকদের উৎসাহ দিতে গর্জনতলী, কিল্লাপাহাড়, কাঁঠালতলী ও মাঝেরবস্তিতে পূজা উদযাপন কমিটিকে টি-শার্ট উপহার দিয়েছি। পরিশেষে-অশূর শক্তির বিনাশ, শুভ শক্তির উন্মেস, প্রশান্তিময় জীবন, আনন্দ ও সফলতায় ভরে উঠুক আমাদের আগামীর পথচলা। সকলকে সারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।