কৃষকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

177

॥ স্টাফ রিপোর্টার ॥

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেন ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা কৃষকলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ই আগষ্ট ২২ইং) বিকাল ৩টায় রাঙামাটি জেলা, সদর ও পৌর কৃষকলীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তারের সভাপতিত্বে ও উদয় শংকর চাকমা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় সদস্য ও রাঙামাটি জেলা কৃষকলীগের সহ-সভাপতি শান্তনা চাকমা, সাবেক কেন্দ্রীয় যুবলীগের যুগ-সম্পাদক মুজিবুর রহমান দিপু, রাঙামাটি জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, রাঙামাটি সদর উপজেলা কৃষকলীগ নেতা চন্দ্র জিৎ দেওয়ান, কাপ্তাই উপজেলা কৃষকলীগের সধারণ সম্পাদক সুদিল তঞ্চঙ্গ্যা, রাঙামাটি পৌর কৃষকলীগের সভাপতি মানস মুৎসুদ্দি প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানান দিক তুলে ধরে বক্তরা বলেন, দেশকে গড়ে তোলার ক্ষেত্রে যা যা করার দরকার তাই করে দিয়ে গিয়েছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশের জন্যে তিনি সকল দলের সমন্বয়ে সরকার গঠন করেছিলেন। তিনি যত ব্যবস্থা করে দিয়েছিলেন তার সুফল আজ আমরা পাচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সফল বাস্তবায়ন এবং তাঁর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান বক্তারা ।

আলোজনা সভা শেষে রাঙামাটি জেলা ওলামালীগের সভাপতি ক্বারী ওসমান গণি চৌধুরীর সঞ্চালনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমামল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।