কৃষি ব্যাংকের স্টাফ কলেজের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

514

স্টাফ রিপোর্ট- ১১ ডিসেম্বর ২০১৬, দৈনিক রাঙামাটি: বাংলাদেশ কৃষি ব্যাংকের স্টাফ কলেজে ১১ ডিসেম্বর,২০১৬ তারিখে নবনিয়োগপ্রাপ্ত ১০৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তার  বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের  শুভ উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল। তিনি নৈতিকতা ও মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গড়ার আহবান জানিয়ে কৃষকের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁচ্ছে দেয়ার জন্য সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার পরামর্শ দেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক ড. মোঃ লিয়াকত হোসেন মোড়ল, স্টাফ কলেজের মহাব্যবস্থাপক (অধ্যক্ষ) মোহাম্মদ মোতাহার হোসেন, স্টাফ কলেজের উপ-মহাব্যবস্থাপক মোঃ শহীদুল্লাহসহ সংশ্লিষ্ট উপ-মহ্যাবস্থাপক ও ঊর্ধ্বতন অনুষদ সদস্যগণ উপস্থিত ছিলেন।

পোস্ট করেন, শামীমুল আহসান, ঢাকা ব্যুরো অফিস।