কেন্দ্রীয় নির্দেশনায় রাঙামাটিতে বিএনপির লিফলেট বিতরণ

122

॥ স্টাফ রিপোর্টার ॥

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে আগামী ১৯ আগস্ট শনিবার বিএনপির “পদযাত্রা” কে কেন্দ্র করে লিফলেট বিতরণ করেছে রাঙামাটি জেলা বিএনপি। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা লিফলেট বিতরণ শুরু করে ফিসারী ঘাট ঘুরে বিএনপির কার্যালয়ের সামনে এসে লিফলেট বিতরণ শেষ হয়।

এসময় কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, ২৯৯নং আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুনসহ যুবদল, ছাত্রদল, মহিলাদল, কৃষকদল, তাঁতীদল, মৎস্যজীবী দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।