কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ

396

|| স্টাফ রিপোর্টার ||

ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সমাবেশে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবি ও বর্তমান সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ অন্যান্য নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাঙামাটি জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা ঘুরে বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের সভাপতিত্বে ও সিঃ যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রনির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলার সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু। এসময় জেলা, পৌর, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।