কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে রাঙামাটি যুবদলের মতবিনিময়

352

॥ স্টাফ রিপোর্টার ॥
যুবদল কেন্দ্রীয় সাংগঠনিক (চট্টগ্রাম বিভাগ) টিমের সাথে রাঙামাটি সদর উপজেলা ও পৌর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রাঙামাটি জেলঅ বিএনপির দলীয় কার্যালয় সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ইউসুফ বিন জলিল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (চট্টগ্রাম বিভাগ) মোশারফ হোসেন দিপ্তী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম- সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলেল সহ-সাধারণ সম্পাদক মনোয়ারুল আলম তিতাস, মোহাম্মদ শাহেদ. সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান জামান।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলঅম শাকিল ও সঞ্চালনা করেন জেলার সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম। মতবিনিময় সভা শুরুর পূর্বে নগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দীনের নেতৃত্বে নগর ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ অনুষ্ঠানকে সফল করতে মিছিল করে সভায় যোগ দেয়।