কেন্দ্রীয় পদের জন্য চিনু এমপিকে অভিনন্দন

385

॥ প্রেস বিজ্ঞপ্তি ॥

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য পদ লাভ করায় জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও বাংলাদেশ জাতীয় সংসদের এম.পি ফিরোজা বেগম চিনুকে অভিনন্দন জানিয়েছেন জেলা পরিষদ সদস্য ও পৌর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মনোয়ারা আক্তার জাহান।

এক অভিনন্দন বার্তায় মনোয়ারা আক্তার জাহান বলেন, এম.পি ফিরোজা বেগম চিনুকে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য করায় রাঙামাটিসহ পার্বত্য এলাকার জনসাধারণ গর্ব অনুভব করছে।

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাতীয় মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পদ অর্জনের মাধ্যমে সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু পার্বত্য অঞ্চলের গন মানুষের কল্যাণে আরো বেশী কার্যকর ভুমিকা রাখতে সক্ষম হবেন।