|| কাপ্তাই প্রতিনিধি ||
চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিল (কেপিএম) কেন্দ্রীয় জামে মসজিদের সীমান প্রাচীর সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার(২১ জুন) চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবদুল মন্নান মনা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ হানিফ বাবুল, সদস্য মোঃ নজরুল ইসলাম লাভলু প্রমূখ। প্রসঙ্গত, এডিবির অর্থায়নে ৫ লাখ টাকা ব্যয়ে কেপিএম জামে মসজিদের সীমানা প্রাচীর সংস্কার কাজটি বাস্তবায়ন করছে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ।
উল্লেখ্য, দাউদ গ্রুব অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান আহমেদ দাউদ এইচ কে সাহেবের মাতা হানিফা বাঈ’র নামে ১৯৬৭ সালের ৮ ডিসেম্বর (৫ রমজান ১৩৮৭ হিজরি) কেপিএম আবাসিক এলাকার এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। দীর্ঘদিনের পুরাতন মসজিদটির বিভিন্ন অংশে ফাটলসহ নানা সমস্যা দেখা দিয়েছে। এসব সমস্যা সমাধানে বিভিন্ন সংস্কার কাজ চলছে।