॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। সোমবার দুপুর ১২টায় কোতয়ালী থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রিজার্ভ বাজারস্থ পুরাতন জালিয়া পাড়ার সামনের টিলায় বোট থেকে ৩জনকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, এসপি অফিস সংলগ্ন এলাকার মৃত আলী শেখের ছেলে ও একাধিক মামলার আসামী মোঃ হুমায়ুন কবির (৩২), রিজার্ভ বাজারের জাফর আহমেদের ছেলে মোঃ জুবায়ের আরফিন ছোটন (২১) (গালকাটা ছোটন নামে পরিচিত) ও আনেয়ার হোসেনের ছেলে শাহেদ হোসেন (১৯)।
কোতয়ালী থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ মান্নান জানায়, আটককৃত হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক মামলা ও মোটর সাইকেল চুরির মামলাও রয়েছে।তাদের সবার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।