ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন ‘দারিদ্রতা আমরা করবো জয়’

494

॥ স্টাফ রিপোর্টার ॥

চলতি বছরের ১৩ জুন রাঙামাটিতে ভুমি ধসে ক্ষতিগ্রস্থ ৩৩টি পরিবারের মাঝে এক বস্তা করে চাল সহায়তা প্রদান করেছে স্বেচ্ছা সেবী সংগঠন “দারিদ্রতা আমরা করবো জয়”।

শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের মাঝেরবস্তি এলাকার সাবেক পৌর কাউন্সিলর কৃষ্ণ কান্ত দে’র বাস ভবনে এসব সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্তিত ছিলেন, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, সুর নিকেতনের অধ্যক্ষ মনোজ বাহাদূর গুর্খা, রাঙামাটি শিশু নিকেতনের অধ্যক্ষ মোস্তফা কামাল, শিক্ষক নেতা অরূপ কুমার মুৎসুদ্দি এবং এবং সংগঠনের এডমিন বাবলা বড়–য়া বাপ্পী প্রমুখ।

বিতরনকালে বক্তারা বলেন, স্বল্প পরিসরে হলেও এই সংগঠন দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। শুধু এটিতেই শেষ নয় এই সংগঠন রাঙামাটিতে বিগত অনেক দূর্যোগেও ক্ষতিগ্রস্থদের সহায়তায় এগিয়ে এসেছে এটি সত্যিই প্রসংনীয়।

বক্তারা বলেন, এ সংগঠনের উপদেষ্টা টিটু বাঙ্গালী প্রবাসে থেকেও নিজের দেশের জেলার মানুষের জন্য এই সংগঠনের মাধ্যমে সামাজিক কাজ করে যাচ্ছেন। তাদের ন্যয় সমাজের বিত্তবান  অন্যান্য সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।