ক্ষুদ্র পর্যটন ব্যবসায়ীদের হাহাকার ॥ গণহারে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

23

॥ স্টাফ রিপোর্টার ॥
গণহারে বৃদ্ধি করা ভ্যাট ও সম্পূরক শুল্কের কারণে রাঙামাটির পর্যটন ব্যবসায় ধস নামার আশঙ্কা প্রকাশ করেছে রাঙামাটির ক্ষুদ্র ব্যবসায়ীরা। অর্ন্তবর্তী সরকারের বৃদ্ধি করা ভ্যাট ও সম্পূরক শুল্কের কারণে রাঙামাটিতে পর্যটন শিল্পের সাথে জড়িত নিম্ন আয়ের মানুষ চরম আর্থিক সঙ্কটেও পড়তে পারে বলে হাহাকার প্রকাশ করেছেন তারা।
রাঙামাটির রেস্তোরাঁ মালিক সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এই মত প্রকাশ করা হয়। বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে রাঙামাটি প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করে সংগঠনটি।
রেস্তোরাঁ মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য দেন রাঙামাটি রেস্তোরাঁ মালিক সমবায় সমিতির সভাপতি শামীম খান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আকতার হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এম নেকবর আলী, মধুবনের সত্ত্বাধিকারী এসএম জাহান লিটন, রাঙামাটি ওয়েলফুডের স্বত্ত্বাধিকারী মো. মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে রাঙামাটি রেস্তোরা মালিক সমিতির পক্ষ থেকে জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। রাঙামাটির জেলাপ্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ রুহুল আমিন স্মারকলিপিটি গ্রহণ করেন।
মানববন্ধনে রেস্তোরা মালিকগণ আরো বলেন, রাঙামাটি একটি পর্যটন নগরী। অত্রজেলায় প্রায় দেড় শতাধিক রেস্তোরাঁ রয়েছে। এখানে বর্ধিত ভ্যাটের প্রভাব পড়বে সরাসরি পর্যটকদের উপর। সরকারকে ভ্যাটের ক্ষেত্র বৃদ্ধি করতে হবে। যদি ভ্যাটের আওতা বৃদ্ধি না করে নতুন করে ভ্যাট ও কর আরোপ করার ফলে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি ভোক্তারাও বিপাকে পড়বেন। বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসা আজ সংকটে পড়েছে বলেও মত প্রকাশ করেন তারা।
ভ্যাট ৫ শতাংশ থেকে ৩ শতাংশে নামিয়ে আনার প্রয়োজনীয়তা থাকলেও সেটি না করে সরকার ভ্যাট আরও বাড়িয়ে ১৫ শতাংশ করেছে। এই ১৫ শতাংশ নানা সম্পূরক ট্যাক্সের মাধ্যমে ২৫ শতাংশে দাঁড়ায়। এই ধরনের সিদ্ধান্ত রেস্তোরা ব্যবসায়ীদের উপর খড়গ আরোপ করার সামিল বলেও অভিযোগ করেছেন রেস্তোরা মালিকরা।
তারা অবিলম্বে সরকারের পক্ষ থেকে সাধারন রেস্তোরা মালিকদের ধ্বংসের অন্যতম গণবিরোধী ভ্যাট সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানিয়ে বক্তারা বলেন, অন্যথায় কেন্দ্রীয় সিদ্ধান্তনুসারে আমরা সারাদেশের ন্যায় পার্বত্য রাঙামাটিতেও কঠোর আন্দোলন কর্মসূচী পালন করবো।