কয়েকদিন বিরতির পর আবারও ছাড়া হয়েছে কাপ্তাই হ্রদের পানি

512

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাই হ্রদে পানির মওজুদ বেড়ে যাওয়ায় চাপ কমাতে আবারও কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ে দিয়ে পানি ছেড়ে দেওয়া শুরু করেছে বিদুৎ কতৃর্পক্ষ। মাঝখানে ২০দিন বিরতির পর মঙ্গলবার থেকে আবারও পানি ছাড়া শুরু হয়ে বলে জানা গেছে। কাপ্তাই পানি বিদুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায় মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে ১৬ টি স্পিলওয়ে দিয়ে ৬ ইঞ্চি করে খুলে দিয়ে প্রতি সেকেন্ড ৯হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।

কাপ্তাই পানি বিদুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুর রহমান জানান, কয়েক দিনের বৃষ্টি ও  উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে লেকে পানির পরিমান বৃদ্ধি পেয়েছে।

তিনি জানান, মঙ্গলবার (১৮ জুলাই) কাপ্তাই লেকে পানির পরিমান ছিল ১০৫.৮৬ ফুট মীনস সি লেভেল (এমএসএল)। তিনি জানান সতর্কতা হিসেবেই পানির মওজৃদ নিয়ন্ত্রণ করা হচ্ছে। কারণ বর্ষা মওসুম আরো বেশ কিছুদিন চলবে। হঠাৎ ভারি বর্ষণ শুরু হলে আকস্মিকভাবে পানি বেড়ে যেতে পারে, তাই পানির উচ্চতা সহনশীল পর্যায়ে ধরে রাখতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রকৌশলী আরো বলেন, কাপ্তাই লেকে ১০৯ ফুট মীনস সি লেভেল পানি ধারন ক্ষমতা থাকলেও বর্তমানে ১০০ এমএসএল এর উপরে পানি বেশীদিন রাখা যায় না। কারণ হ্রদের নাব্যতা এবং গভিরতা কমে যাওয়ায় একশ’ ফুটের উপর পানি মওজুদ হলেই রাঙামাটি জেলা বিস্তীর্ণ অঞ্চ প্লাবিত হয়ে পড়ে। জনভোগান্তি লাঘবে তাই বর্তমানে হ্রদ থেকে পানি ছেড়ে দেয়া হচ্ছে।

প্রকৌশলী জানান, বৃষ্টি না কমা পর্যন্ত গেইট দিয়ে পানি ছাড়া অব্যাহত থাকবে। তবে পানি অপসারণের পরিমাণ বাড়ানোর বিষয়টি বৃষ্টিাপাত ও পানি বৃদ্ধির উপর নির্ভর করবে।