খাগড়াছড়িতে মনোনয়নপত্র জমা দিয়েছে ছয় প্রার্থী

116

॥ আল-মামুন ॥

খাগড়াছড়ি সংসদীয় আসনের জন্য মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে ৫ জন প্রার্থী নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন। এর আগে বুধবার নিজ মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার একক প্রার্থী কুজেন্দ্রলাল ত্রিপুরা।

শেষ দিন বৃহস্পতিবার দুপুরে ১২টায় ২৯৮নং খাগড়াছড়ি আসনে মিথিলা রোয়াজা জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মো: সহিদুজ্জামানের হাতে। পরে একে একে দুপুরের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে একক প্রার্থী খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, তৃণমুল বিএনপির প্রার্থী উশ্যেপ্রু মারমা, জাকের পার্টির মোহাম্মদ হোসেন, ন্যাশনাল পিপলস্ পার্টির মোস্তফা ও বাংলাদেশ কংগ্রেস থেকে হাবীবুর রহমান নিজে মনোনয়নপত্র জমা দেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় (২৯৮) আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৩৪৬ জন। তার মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৩ হাজার ২৮৫ জন আর পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৬১ বলে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস সূত্রে জানান।

ফলে গত বারের চেয়ে ভোটার বেড়েছে ৭৩ হাজার ৬০৩ জন। তার মধ্যে প্রায় অর্ধেক ভোটার উপজাতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ৪ লাখ ৪১ হাজার ৭৪৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৬ হাজার ৫২৪ এবং নারী ভোটার ২ লাখ ১৫ হাজার ২১৯ জন। অর্থাৎ গতবারের চেয়ে এবার ভোটার বেড়েছে ৭৩ হাজার ৬০৩ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রও বেড়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়িতে ভোট কেন্দ্র ছিল ১৮৭টি। এবার ৯টি বেড়ে হয়েছে ১৯৬টি। এছাড়া কেন্দ্র পরিবর্তন হয়েছে ৮টি।