খাগড়াছড়িতে ইয়াবাসহ ব্যবসায়ি, বান্দরবানে যুবক আটক

1076

Romentu

খাগড়াছড়ি প্রতনিধিি , ৫ ফব্রেুয়ারি ২০১৬, দনৈকি রাঙামাটি :  খাগড়াছড়তিে মরননশো ইয়াবাসহ এক যুবককে আটক করছেে পুলশি। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দকিে খাগড়াছড়ি জলো সদররে খাগড়াছড়ি গইেট এলাকা থকেে ৫৫ পসি ইয়াবা ট্যাবলটেসহ তাকে আটক করা হয়। আটক রোমন্টেু চাকমা (৩৫) খাগড়াছড়ি পৌরসভার ২নং পৌর ওর্য়াডরে কলজে পাড়ার শান্তি দত্ত চাকমার পুত্র। সে র্দীঘদনিে ধরইে খাগড়াছড়তিে বক্রিয় নষিদ্ধি ইয়াবা ট্যাবলটেরে ব্যবসা করে আসছে বলে স্থানীয়রা জানয়িছে।ে

পুলশি সূত্রে জানা গছে,ে গোপন সংবাদরে ভত্তিতিে সহকারী পুলশি সুপার (সদর র্সাকলে) মো. রইস উদ্দনিরে নতেৃত্বে বশিষে অভযিান চালয়িে ৫৫পসি ইয়াবা ট্যাবলটেসহ রোমন্টেু চাকমাকে হাতনোতে আটক করে পুলশি। ঘটনার সত্যতা নশ্চিতি করে খাগড়াছড়ি সদর থানার অফসিার ইনর্চাজ মো: শামসুদ্দনি ভূইয়া জানান, মাদকদ্রব্যসহ আটক রোমন্টেু চাকমার বরিুদ্ধে মামলার প্রস্তুতি চলছ।ে

বান্দরবানে ইয়াবাসহ যুবক আটক :
বান্দরবান প্রতনিধি-ি বান্দরবান কোতয়ালি থানার অফসিার ইনর্চাজরে নতেৃত্বে এসআই কৃষ্ণ কুমার দাস ও এসআই মো. নূর নবীসহ পুলশি সদস্যরা জলো সদরে বশিষে অভযিান পরচিালনা করে বান্দরবান পৌরসভাধীন বান্দরবান বাজাররে ১নং গলরি কামাল বোডংিয়রে নীচতলা থকেে মো. শোয়াইব শফি নামরে একব্যক্তি পুলশিরে উপস্থতিি টরে পয়েে দৌড়ে পালয়িে যাওয়ার চষ্টো করলে পুলশি তাকে আটক কর।ে তল্লাশি করে তার প্যাণ্টরে পকটে থকেে ৫৫ পচি ইয়াবা ট্যাবলটে উদ্ধার করা হয়। এছাড়াও কামাল বোডংিয়রে নীচতলার ড্রয়ারে ম্যাচ বাক্সরে অভ্যন্তরে টস্যিু দ্বারা মোড়ানো সাদা ছোট পলব্যিাগে রক্ষতি ৬ পচি ইয়াবা ট্যাবলটেসহ র্সবমোট- ৬১ পচি ইয়াবা ট্যাবলটে উদ্ধার করা হয়।

এ বষিয়ে বান্দরবান সদর থানার মাদকদ্রব্য নয়িন্ত্রণ আইনে মামলা করা হয়।

সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান