খাগড়াছড়ি প্রতিনিধি- ২৩ জুন ২০১৮, দৈনিক রাঙামাটি: ‘সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথচলার ৬৯ বছর’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি বাংলাদেশ আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠা উদ্যাপিত হয়েছে। শনিবার সকালে জাতীয় সংঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্নাঢ্য র্যালী, কেক কাটা, আলোচনাসভাসহ নানা কর্মসূচী হাতে নেয় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ সমীর দত্তর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাহেদুল আলম, পৌর মেয়র রফিকুল আল, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, শ্রম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, জেলা কৃষকলীগের আহবায়ক মো: আবুল কাশেম, জেলা ছাত্রলীগের সহসভাপতি মাঈনুল ইসলামসহ দলের সিনিয়র নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
বর্নাঢ্য র্যালী শেষে খাগড়াছড়ির নারকেল বাগানস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোনাসভা কর হয়। এ সময় বক্তারা বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। সে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগ নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকারকে জয় যুক্ত করার আহবান জানান।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।