॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (৪’ জানুয়ারী ২০২২) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল এর মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে জাতীয় সঙ্গিতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আনন্দ ভাগাভাগি করে সংগঠনটি।
শিক্ষা,শান্তি,প্রগতি শ্লোগানে পথচলা আওয়ামীলীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ছিলো উৎসব মুখোর পরিবেশ।
এতে আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক মনির হোসেন,হৃদয় মারমা,শাহেদুল আলম চৌধুরী,আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম,জিৎজয় ত্রিপুরা,ক্যজরী মারমাসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।