খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

367

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সংগঠনের আনুষ্ঠানিকতা। পরে জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে কোরআন খতক করে কেক কেটে প্রধানন্ত্রীর ৭৪তম জন্মদিন পালন করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রণ বিক্রমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন,পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম।

এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী,সাংগঠনিক সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, আওয়ামীলীগের নেতা ও পাজেপ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু,পার্থ ত্রিপুরা জুয়েল,মংক্যচিং চৌধুরী,শতরূপা চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক টিকো চাকমা প্রমূখ।

এর আগে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীঘায়ু কামনা করে দেশ ও জাতীর কল্যাণে দোয়া মুনাজাত করা হয়। এছাড়াও এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষ থেকে ৬টি এতিমখানায় শিশুদের জন্য উন্নতমানের খাদ্য বিতরণ করা হয়।