খাগড়াছড়িতে মহিলা দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্জন

556

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি,জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেছিল জেলা মহিলা দল।

শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে মিয়ানমারের রোহিঙ্গা হত্যা বন্ধ ও পালিয়ে আসা নির্যাতীত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার দাবীতে খাগড়াছড়ি জেলা বিএনপির শান্তিপুর্ন মানব বন্ধন কর্মসূচীতে পুলিশ অতর্কিত হামলা চালায়। এ হামলায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৬জন নেতাকর্মী গুরুতর আহত হয়।

এরই প্রতিবাদে শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচী বর্জন করেছে জেলা মহিলা দল। শনিবার সকালে গণমাধ্যমে প্রেরিত খাগড়াছড়ি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদীকা কুহেলী দেওয়ান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।