খাগড়াছড়িতে সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়ে বিচার দাবি পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের

896

স্টাফ রিপোর্ট- ২৩ ডিসেম্বর ২০১৬, দৈনিক রাঙামাটি(প্রেস বিজ্ঞপ্তি): গত ১৮ ডিসেম্বর খাগড়াছড়ি পৌর এলাকায় প্রথম আলোর চিত্র সাংবাদিক নিরব চৌধুরীর উপর হামলা এবং গত ২০ ডিসেম্বর জেলার শাপলাচত্তরে মানববন্ধন পালনকালে ৩৫ জন স্থানীয় সাংবাদিকের নাম ধরে গালাগাল করা, উসকানিমূলক স্লোগান প্রদান এবং আক্রমনাত্মক আচরন প্রদর্শন করার তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়ে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব মনিরুজ্জামান মনির। তিনি অবিলম্বে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন- সন্ত্রাস কোন দিনই শান্তি আনতে পারে না। সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা প্রদান করা রাষ্ট্রের একটি গুরু দায়িত্ব। কিন্তু খাগড়াছড়ি জেলা শহরে বিভিন্ন সময়ে সাংবাদিকতার স্বাধীনতাকে হরণ করে সংবাদ কর্মীদের উপর মিথ্যা মামলা, হামলা, হুমকি ইত্যাদির মাধ্যমে বাকস্বাধীনতা হরণ করার অপচেষ্টা চালানো হয়, যা খুবই নিন্দনীয়। পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন তিন পার্বত্য জেলায় ঐক্য শান্তি ও সম্প্রীতির জন্য ৯ দফা দাবীর মাধ্যমে দীর্ঘ ১ (এক) যুগের ও বেশি সময় ধরে শান্তিপূর্ণ কর্মসূচী অনুশীলন করে যাচ্ছে। তাই খাগড়াছড়ি জেলায় নিরব চৌধুরীসহ কর্মরত সকল সাংবাদিকের জানমালের হেফাজত করার জন্য আমরা সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি। হামলাকারীরা যতবড় শক্তিশালী হউক না কেন, তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে সরকারকে “দুষ্টের দমন ও শিষ্টের পালন” এই আদর্শ অনুসরণ করার জন্য আমরা সরকারের নিকট অনুরোধ জানাচ্ছি।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।