খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম জয়ী

880

sult-NEWS-rafiq

স্টাফ রিপোর্টার, ৩০ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : দলীয় প্রতীকে অনুষ্ঠিত দেশের প্রথম পৌরসভা নির্বাচনে খাগড়াছড়ি পৌরসভায় গেলবারের মতো নৌকা-ধানের শীষকে হটিয়ে দ্বিতীয় মেয়াদের জন্য পৌর মেয়র নির্বাচিত হয়েছেন মো: রফিকুল আলম। দুই প্রভাবশালী রাজনৈতিক দলের হেভিওয়েট দুই প্রার্থী আওয়ামী লীগের মো: শানে আলম ও বিএনপির এ্যাড. মো: আবদুল মালেক মিন্টুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হওয়ার মাধ্যমে নিজের জনপ্রিয়তার প্রমাণ করে দিলেন নাগরিক কমিটি সমর্থিত এ প্রার্থী।

খাগড়াছড়ি পৌরসভার ৬ষ্ঠ নির্বাচনে মোবাইল প্রতীক নিয়ে ৯ হাজার ৪’শ ১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন নাগরিক কমিটি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মো: রফিকুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: শানে আলম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৫’শ ৩৭ ভোট।

ধানের শীষ প্রতীক নিয়ে ৩ হাজার ৭’শ ৬৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. মো: আবদুল মালেক মিন্টু। নির্বাচনে ইউপিডিএফ সমর্থিত কিরণ মারমা নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৮ ভোট এবং জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী মোহাম্মদ ইসহাক লাঙল প্রতীকে পেয়েছেন ৯৫ ভোট।

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক এ.টি.এম. কাউছার হোসেন ভোট গণনা শেষে মো: রফিকুল আলমকে বেসরকারিভাবে নির্বাচিত মেয়র ঘোষণা করেন।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান