খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে দুর্ঘটনায় নিহত-১

350

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে মাহেন্দ্র-ট্টাক মুখোমুখী সংঘর্ষে অন্তরা চাকমা ওরফে গরিত কালা চাকমা (৩৮) নামে এক মহিলা মর্মান্তিুক মৃত্যু হয়েছে । নিহতের বাড়ী জেলার দীঘিনালা উপজেলার তারাবুনিয়া গ্রামে বলে নিশ্চিত করেছে বোনের লাশ সনাক্ত করতে আসা ভাই সুরেজ চাকমা।

সোমবার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল এলাকায় সকাল দশটার দিকে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। পুলিশ দীঘিনালা সড়কের নয় মাইল এলাকা থেকে ঘাতক ট্রাক চালক আবু তাহেরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পলাতক রয়েছে ট্রাকের সহকারি হেলাপার।

দুর্ঘটনার পর পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে। খাগড়াছড়ি সদর থানার এস আই হিরু বিকাশ দে জানান, সকালে দীঘিনালা উপজেলা থেকে মাহেন্দ্রটি খাগড়াছড়ি আসার পথে বিপরিত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থলে মাহেন্দ্রতে থাকা অন্তরা চাকমা ঘটনাস্থলে প্রাঁন হারায়। এ দুর্ঘটনার পর পর পালিয়ে যায় মাহেন্দ্রর চালক।