খাগড়াছড়ি পৌর নির্বাচনে লড়ছেন ৪০ কাউন্সিলর ও ১০ নারী প্রার্থী

421

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে ৪ মেয়র এর পাশাপাশি ৯টি ওয়ার্ডে ভোটের লড়াই’এ প্রতিটি ওয়ার্ডে নেমেছে একাধিক প্রার্থী। নিজেদের ভাগ্য নির্ধারণে ভোটারদের দ্বারে দ্বারে নানা সুযোগ-সুবিধা ও প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে ঘুরছেন প্রার্থীরা।

পুরনো সময়ে কোন প্রার্থী কি করেছেন ভোটারদের জন্য তারও হিসাব-নিকাশ করছে ভোটাররা। সে সাথে জনপ্রিয়তা,যোগ্যতা ও দূসময়ে পাশপাশে থাকা প্রার্থীদের জয়ে অনেক সচেতন বর্তমান ভোটাররাও। চলতি ২০২১ সালের আগামী ১৬ জানুয়ারী শনিবার অনুষ্ঠিতব্য এই নির্বাচনে নতুন চমক নিয়ে এসছে ইভিএম। এভিএম পদ্ধতি খাগড়াছড়ির ভোটারদের জন্য নতুন হলেও আগ্রহের পাশাপাশি ভোটারদের মধ্যে রয়েছে শঙ্কাও।

প্রার্থীরা নিজ নিজ পৌর ওয়ার্ডে গণসংযোগ,উঠান বৈঠক ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকেও চলিয়ে যাচ্ছে প্রচার-প্রচারণা। এবারের ভোটে প্রার্থীদের বেশির ভাগেই তরুণ। ফলে তরুণ ভোটার ও নতুন ভোটারদের কাছে টানতে নানা কৌশল অবলম্বন করছে প্রার্থীরা। নিজেদের জন্য দোয়া চাওয়ার পাশাপাশি আগামীতে নির্বাচিত হলে নানা সুযোগ-সুবিধা দেওয়ার কথাও শুনা যাচ্ছে তাদের মুখে।

এবার কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধীতায় বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে একমাত্র (টেবিল ল্যাম্প) প্রতিকের অতীশ চাকমা। অন্যদিকে প্রতিটি ওয়ার্ডে হিড়িক পড়েছে প্রতিদ্বন্ধী প্রার্থীর। ফলে ভোটারদের মন জয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে প্রার্থীরা। তবে অভিযোগ উঠেছে প্রার্থীরা ভোট ক্রয়ে টাকা ছিটাচ্ছে বিভিন্ন এলাকায়।

প্রতিদ্বন্ধীতার মাঠে ২নং ওয়ার্ডে কাউন্সলর পদে, মাইন উদ্দিন (ডালিম),মানিক মিয়া পাটোয়ারী (টেবল ল্যাম্প),মাসুদ রানা(পানির বোতল),ফারুক আহমদ (পাঞ্জাবি), মেহেদী হাসান হেলাল(উটপাখি), আবু তাহের (ব্ল্যাকবোর্ড)। ৩নং ওয়ার্ডে-শাহ আলম(পাঞ্জাবি),রাশেদ উদ্দিন শাহীন (উটপাখি),আব্দুল মোতালেব (টেবিল ল্যাম্প),দিদারুল আলম (ডালিম)।

৪নং ওয়ার্ডে-বাচ্চু মনি চাকমা (টেবিল লাইট), ফারুক ভূঁইয়া (পানির বোতল),জাফর আহমদ (ডালিম),শহিদুল ইসলাম (উটপাখী),নজরুল ইসলাম (পাঞ্জাবি),খলিলুর রহমান পাঠান (ব্ল্যাক বোর্ড), ৫নং ওয়ার্ডে-জুবায়ের ইসলাম (উটপাখি), আব্দুল জলিল (পানির বোতল),আব্দুল মজিদ(পাঞ্জাবি), লোকমান মিয়া কামাল (ব্ল্যাক বোর্ড)। ৬নং ওয়ার্ডে-শরিফ ভূঁইয়া(পাঞ্জাবি),আনোয়ার হোসেন (টেবিল ল্যাম্প),ইসলাম উদ্দিন-(স্ক্রু-ড্রাইভার),ফরিদ উদ্দিন (গাজর),রেজাউল করিম(ডালিম), কুদ্দুস (উটপাখি), হাজেরা বেগম(ব্রিজ), মহি উদ্দিন (ব্ল্যাক বোর্ড)।
৭নং ওয়ার্ডে-ইন্দু বিকাশ কারবারি (ডালিম), মংরে মারমা (উটপাখি),৮নং ওয়ার্ডে-পরিমল দেবনাথ (ডালিম),এ টি এম রাশেদ উদ্দিন (উটপাখি),নুর হোসেন(পাঞ্জাবি), ৯নং ওয়ার্ডে-নুর মোহাম্মদ (পাঞ্জাবি),উজ্জ্বল মার্মা( উটপাখি),মংক্যচিং মার্মা(গাজর),মাসুদুল হক মাসুদ (ব্ল্যাক বোর্ড),রিটন তালুকদার(ডামিল),সজল কান্তি দাশ সজল(টেবিল ল্যাম্প) নিয়ে প্রতিদ্বন্ধীতা করছে।
মহিলা সংরক্ষিত আসনের ১.২.৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সালেহা রহমান(টেলিফোন),আয়েশা আক্তার লাকি(চশমা) সালমা আহমদ মৌ (আনারস) অন্তরা খীসা(জবা ফুল), ৪.৫.৬ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে-শাহিদা আক্তার (আনারস)শর্বরী রাণী দে (বলপেন), ৭.৮.৯ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে-খালেদা বেগম(আনারস),আয়েশা আক্তার(জবা ফুল), আনুচিং মারমা (চশমা) উক্রইঞো মামা(বলপেন প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছে।

খাগড়াছড়ি পৌরসভার ৯ ওয়ার্ডে ১ জন বিনা প্রতিদ্বন্ধীতা জয়যুক্তসহ ৪০ জন সাধারণ আসনের কাউন্সিলর ও মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১০জন নির্বাচনে মাঠে লড়াই করবেন।

খাগড়াছড়িতে পৌর নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৮৭ জন। তার মধ্যে পুরুষ ২০ হাজার ৩শ ৫১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৭শ ৩৬ জন ভোটার বলে জানা যায়। এই পৌরসভা নির্বাচনে ১৮টি ভোট কেন্দ্রে ১০৯টি বুথে ভোট গ্রহণের কথা রয়েছে। দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার মধ্যে ২৯টি ইভিএম ও ৩২টিতে ব্যালটের মাধ্যমে নির্বাচনের মধ্যে খাগড়াছড়িতেও ইভিএমের মাধ্যমে খাগড়াছড়ি পৌরসভার নির্বাচনী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।