খালেদার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

641

bnp

॥ স্টাফ রিপোর্টার॥

খালেদা জিয়ার উপর গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার এ প্রতিবাদ সমাবেশে প্রধান অথিতি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক দীপন তালুকদার।

অন্যান্যদের মধ্যে এদিন জেলা বিএনপির সহ সভাপতি শুশোভন দেওয়ান আগা, সাংগঠনিক সম্পাদক এড. সাইফুল ইসলাম পনির, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এড. মামুনুর রশিদ মামুন, যুগ্ম সম্পাদক আলী বাবর, নিজাম উদ্দিন, যুব দলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ মোঃ সায়েম, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোরশেদুল আলম মোরশেদ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম রাজু, সহ সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ এমরানসহ বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে দীপন তালুকদার স্বৈরাচারি সরকারকে হুশিয়ারি উচ্চারণ করে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অবৈধ সরকারের দেওয়া গ্রেফতারি পরোয়ানা বাতিলসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।